পরমেশ্বর ভগবান কে ?

Dvarakajivana Dasa
0


কে পরমেশ্বর ভগবান তা জানতে হলে আমাদের বেদমাতা বা বৈদিক শাস্ত্রের সাহায্য নিতে হবে। কারন,সন্তানের পিতা কে তা মাতাই ভাল বলতে পারে। তেমনি বৈদিক শাস্ত্রসমূহই আমাদের বলে দিতে পারে,কে পরমেশ্বর ভগবান।

আসুন দেখি বৈদিক শাস্ত্রে কাকে পরমেশ্বর ভগবান বলা হয়েছেঃ


ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ।

অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্।।

(ব্রহ্মসংহিতা-৫/১)

অনুবাদঃ শ্রীকৃষ্ণ,যিনি গোবিন্দ নামেও পরিচিত,তিনি হচ্ছেন পরম ঈশ্বর।তাঁর রূপ সচ্চিদানন্দময়।তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস।তাঁর কোন উৎস নেই,কেন না তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ 

.

মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়।

ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব।।

(গীতা-৭/৭)

অনুবাদঃ হে ধনঞ্জয়! আমার থেকে শ্রেষ্ট আর কেউ নেই।সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে,তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতঃপ্রোতভাবে অবস্থান করে।

.

একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য।

যারে যৈছে নাচায়, সে তৈছে করে নৃত্য।।

(চৈ:চ:আদি-৫/১৪২)

অর্থাৎ, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং অন্য সকলেই তার সেবক।তিনি যেভাবে নির্দেশ দেন,তারা  ভাবেই নৃত্য করেন।


হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ।হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান।আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি,কেন না তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডসমূহের সৃষ্টি,স্থিতি ও প্রলয়ের পরম কারণ।শ্রীমদ্ভাগবত-১/১/১

Post a Comment

0Comments

Post a Comment (0)