হরে কৃষ্ণ, দণ্ডবৎ প্রণাম 🙇
আপনারা আশা করি, ভক্তিজীবনে দশবিধ নাম অপরাধ সম্পর্কে অবগত আছেন। সেই অপরাধের ৯তম অপরাধটি হল---
শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। (ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশ গ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভাল।
- শ্রীমান নিত্যানন্দ প্রভু নামের হাঁট তৈরি করেছেন, যেখানে হরিনাম বিক্রয় করা হচ্ছে। সেটির মূল্য- শুধুমাত্র আমাদের শ্রদ্ধা।
- আমাদের এই শ্রদ্ধা জাগ্ৰত হয় — ‘লবমাত্র সাধুসঙ্গ’ হলেই।
- আমরা সাধুসঙ্গ কিভাবে করতে পারি? সদা সর্বদা তাঁদের বানী সেবা অর্থাৎ তাঁদের বলা কথাগুলিকে মেনে চলার মাধ্যমে। তাঁদের বলা প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে গ্ৰহণ করার মাধ্যমে।
আশা করি আমরা গুরুত্ব প্রদান করতে জানি! আপনি কি তা জানেন? আমি কি সেটি পারি? আগামী ব্লগে একটি খুব সুন্দর গল্পের মাধ্যমে সেটি আমরা বোঝার চেষ্টা করব। আপনার মূল্যবান সময় প্রদান করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।
আপনাদের সেবায়,
দ্বারকাজীবন দাস