“শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজ সবসময় একটা কথা বলতেন– যদি কোন ভক্ত অন্য কোন ভক্তের দ্বারা দুঃখবোধ করে, সেই দুঃখ বিনীতভাবে সেই ভক্তের সঙ্গেই ভাগ করে নেওয়া উচিত। এতে ভক্তদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না। ভক্তদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের পরিস্থিতি উৎপন্ন হলে সেটি আমাদের সকলের ভক্তি জীবনে এক গুরুতর প্রভাব ফেলে। তাই সর্বদা অবনত মস্তকে আমাদের ভক্তদের প্রতি ক্ষমাপ্রার্থনা করা উচিত যদি কোন অজান্তেও ছোটখাটো ভুল হয়ে থাকে। আমিও যদি আপনাদের চরণে কোন অপরাধ করে থাকি তাহলে কৃপা পূর্বক অধম মনে করে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।”
Post a Comment
0Comments
3/related/default