আমাদের এই গ্রন্থ প্রচার কার্যক্রমই হল সর্বোত্তম গুরুত্বপূর্ণ সেবা। যে ব্যক্তিই আমাদের 'শ্রীকৃষ্ণ','শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা', 'ভক্তিরসামৃত সিন্ধু' ও 'ভগবদ্গীতা যথাযথ' আদি গ্রন্থগুলো পাঠ করবেন, তিনি অবশ্যই ভগবদ্ চেতনায় অধিষ্ঠিত হবেন। তাই যে ভাবেই হোক, আমাদের এই বিতরণ কার্যক্রমের প্রতি জোর আরোপ করা উচিত, তা হতে পারে স্কুল, কলেজ, লাইব্রেরি। আজীবন সদস্যপদ বা সাধারণভাবে বিক্রি করার মাধ্যমে।
জননিবাসের নিকট পত্র, ৫মার্চ, ১৯৭১
জননিবাসের নিকট পত্র, ৫মার্চ, ১৯৭১
November 14, 2024
0